গাজীপুরে নগদের পরিবেশকের টাকা নিয়ে কর্মী ‘উধাও’

গাজীপুরে মোবাইল ব্যাংকিং নগদের পরিবেশকের ১৩ লাখ ৭১ হাজার টাকা নিয়ে বিক্রয়কর্মী নিখোঁজের মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 12:47 PM
Updated : 1 Oct 2020, 12:47 PM

বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নগদের গাজীপুর সদর উপজেলার পরিবেশক ব্রাদার্স স্টিল টেডার্সের ব্যবস্থাপক আরিফুর রহমান খান তাদের থানায় এই মামলা করেন।

ব্রাদার্স স্টিল টেডার্সের মালিক মো. মহিউদ্দিন বলেন, তার প্রতিষ্ঠানে নাঈম ইসলাম (২২) নামে এক বিক্রয়কর্মী ছিলেন। গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর নাঈম ১৩ লাখ ৭১ হাজার টাকা নিয়ে নিখোঁজ হন। নাঈম জামালপুরের বক্সীগঞ্জ থানার সূর্যনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নাঈমের সন্ধান পাওয়া যায়নি। তার দুটি মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আরিফুর রহমান খান বাদি হয়ে নাঈম ও তার অজ্ঞাতনামা এক সহযোগীর বিরুদ্ধে মামলা করেন।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।