রংপুরে বৃষ্টির জমা জলে ডুবে শিশুসহ মায়ের মৃত্যু

রংপুরে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে ছয় বছরের শিশুসহ তার মা মারা গেছেন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 10:45 AM
Updated : 1 Oct 2020, 11:32 AM

বৃহস্পতিবার দুপুরে নগরীর জুম্মাপাড়ার আল হেরা গলিতে জমে থাকা পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম জুম্মাপাড়ার জমির উদ্দিনের স্ত্রী এবং তাদের ছেলে রিপন (৬)।

ঘটনা নিশ্চিত করে মেট্রোপলিটন কোথয়ালী থানার ওসি আব্দুর রশিদ বলেন, পানিতে পড়ে মা ও ছেলে মারা যাওয়ায় আমাদের থানায় দুইটি ইউডি মামলা করা হয়েছে।

গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পযন্ত ২৪ ঘণ্টায় ৪৪৭ মিলিমিটার বৃষ্টিপাতে রংপুর শহরে জলাবদ্ধতা।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবাওয়াবিদ মোস্তাফিজ জানিয়েছিলেন,গত ৭৩ বছরে রংপুরে এ ধরনের বৃষ্টিপাত হয়নি। 

প্রত্যক্ষদর্শী রহিম উদ্দিনসহ এলাকাবাসী জানান, রংপুরের ইতিহাসের ‘সবচেয়ে বড় জলাবদ্ধতায়’ নগরীর মিস্ত্রিপাড়া থেকে জুম্মাপাড়া যাওয়ার প্রায় চার কিলোমিটার রাস্তা এখনো হাঁটু পানিতে নিমজ্জিত। এর মাঝে প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে নিচু এলাকা হওয়ায় অথৈ পানি বিদ্যমান।

বিকল্প রাস্তা দিয়ে অনেক দূর ঘুরে যেতে হয় বলে এলাকাবাসী মাত্র চার ফুট প্রশস্ত ঐ সরু রাস্তা দিয়েই চলাচল করছে।

বৃহস্পতিবার দুপুরে মা রোকেয়া বেগম ছোট ছেলে রিপনকে সাথে নিয়ে হাঁটু পানি মাড়িয়ে বড় ছেলে রোহান মিয়াকে তার মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় বড় ছেলে পা পিছলে গভীর পানিতে পড়ে যায়।

এ সময় ছোট ছেলেকে হাঁটু পানিতে দাঁড় করিয়ে রেখে বড় ছেলেকে বাঁচাতে তাদের মা পানিতে ঝাঁপ দেন।

তাকে উদ্ধারের পরপরই ছোট ছেলে উল্টো পাশের গভীর পানিতে পড়ে যায়। সেদিকে পুকুর রয়েছে। তখন তাদের মা তাকেও বাঁচাতে যায়। কিন্তু তারা দুজনে আর পানি থেকে উঠে আসতে পারেনি।

এলাকাবাসী অনেকক্ষণ খোঁজার পর তাদের মরদেহ উদ্ধার করে বলেন তারা।

পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়ার কাজ চলছিল।