কিশোরগঞ্জে যুবলীগ নেতা ইউসুফ হত্যা: বিচারের দাবিতে বিক্ষোভ

হত্যার পর দেড় বছরেও কিশোরগঞ্জের যুবলীগ নেতা ইউসুফ মনি হত্যা মামলার ‘মূল আসামিরা’ গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 01:00 PM
Updated : 30 Sept 2020, 01:00 PM

বুধবার দুপুরে শহরের আখড়াবাজার এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন বিক্ষুব্ধরা।

২০১৯ সালের ২৫ জানুয়ারি রাতে জেলা শহরের ঈশা খাঁ সড়কে সন্ত্রাসীরা যুবলীগ নেতা এ কে এম ইউসুফ মনিকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় কোপে জখম হন তার ছোট ভাই কাউন্সিলর ইয়াকুব সুমনও।

এ ঘটনায় নিহতের স্ত্রী আবেদা আক্তার শিখা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে ইয়াকুব সুমন বলেন, পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করলেও মামলার মূল আসামিদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।

এছাড়া গ্রেপ্তার হওয়া আসামিদের বেশিরভাগই জামিনে মুক্ত আছেন বলেন তিনি।

এদিকে, সম্প্রতি এ মামলায় পুলিশ ৩২ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

এ মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, “ইউসুফ মনি হত্যা মামলায় পুলিশের কোনো গাফিলতি নেই।

“মামলায় ১২ জনকে আসামি করা হলেও পুলিশ তদন্তের প্রয়োজনে আরো অনেকের সম্পৃক্ততা পায় এবং মোট ২১ জনকে গ্রেপ্তার করে। সম্প্রতি এ মামলায় ৩২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।”

আদালত থেকে পলাতকদের ধরতে আদেশ পাওয়ার সাথে সাথে পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাবে বলেন তিনি।