ফেনীতে অস্ত্র-ফেন্সিডিলসহ ‘মাদক বিক্রেতা’ আটক

ফেনীর ছাগলনাইয়ায় অস্ত্র ও ফেন্সিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে; যাকে মাদক বিক্রেতা বলছে বিজিবি।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 04:49 AM
Updated : 30 Sept 2020, 04:49 AM

বিজিবি ফেনী-৪ ব্যটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার চম্পকনগর বর্ডার হাট (সীমান্ত বাজার) এলাকা থেকে মাসুদ রানাকে (২৬) তারা গ্রেপ্তার করেন।

মাসুদ ছাগলনাইয়া উপজেলার মধগ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।

মেজর সেলিমুদ্দোজা বলেন, ঢাকা থেকে আসা দুইজন ব্যক্তির সঙ্গে মাসুদ অস্ত্র কেনাবেচা করছে গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালায় বিজিবি।

এ সময় ঘটনাস্থল থেকে মোটর সাইকেল নিয়ে চারজন পালিয়ে যায়। পরে ধাওয়া করে মাসুকে আটক এবং তার কাছ থেকে একটি শটগান, এক রাউন্ড কার্তুজ ও ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

তিনি বলেন, মাসুদ মাদক সেবনকারী ও বিক্রয়কারী; সে দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ মালামাল চোরেই পথে এনে দেশে বিক্রয় করছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলাও রয়েছে।

এ ঘটনায় রানা ও পলাতকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় বিজিবি।