গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৩ জনের মাঝে গরু বিতরণ

গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৩ জনকে ১৩টি ক্রসবিডের গরু বিতরণ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2020, 04:47 PM
Updated : 28 Sept 2020, 04:47 PM

সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রত্যেককে এর সঙ্গে গরুর ঘর তৈরি জন্য সাত হাজার টাকা এবং ১২৫ কেজি করে গরুর খাবারও সরবরাহ করাও হয়েছে।

সোমবার সকালে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ঢাকা থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে কাপাসিয়া উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় চত্বরের এ অনুষ্ঠানে সুবিধাভোগীদের এসব বিতরণ উদ্বোধন করেন।

সিমিন হোসেন রিমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো জাতিগোষ্ঠী যেন পিছিয়ে না থাকে তারজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সহায়তা এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

“এ প্রকল্পের মাধ্যমে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী সাবলম্বী হবে। তাদের মধ্যে সচ্ছলতা ফিরে আসবে এবং জীবনমান উন্নত হবে; যা কাঙ্খিত সোনার বাংলা গড়তে অবদান রাখবে।”

স্থানীয় প্রাণি সম্পদ বিভাগ ওই গরুর পালন ও চিকিৎসাসহ যাবতীয় বিষয় মনিটরিং করবে বলেও জানানো হয়েছে।

ওই অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা মৎস কর্মকর্তা মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।