কুষ্টিয়ায় ‘এনআইডি জালিয়াতি’: আরো চারজনকে গ্রেপ্তার

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে শত কোটি টাকার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় দুই আসামিসহ আরো চারজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2020, 03:35 PM
Updated : 28 Sept 2020, 03:36 PM

সোমবার বিকালে গ্রেপ্তার চারজনকে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালতে নেওয়া হয়। সেখানে দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানায় সিআইডি কর্মকর্তা।

আগের রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার আসামি খয়বার শেখ ও রঙ্গিলা খাতুন। এছাড়া তদন্তে নাম আসা হারুন-অর-রশিদ ও হুর আলী।

এ মামলায় আগে সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ; এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হল।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই সুজিত কুমার ঘোষ জানান, সোমবার বিকাল ৪টায় গ্রেপ্তারকৃত চারজন আদালতে নেওয়া হয়।

“মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের খাস কামরায় এজাহারভুক্ত আসামি খয়বার শেখ এবং তদন্তে নাম আসা হারুন অর রশিদ বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”

গত ৩ সেপ্টেম্বর কুষ্টিযা শহরের এনএস রোড এলাকার প্রায় শতকোটি টাকার সম্পদ জালিয়াতি করে একটি চক্র। ওই ঘটনায় কয়েকটি গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়।

৭ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত এএমএম ওয়াদুদ কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত কয়েকজনসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এজাহারে মামলার বাদীর অভিযোগ, সংঘবদ্ধ প্রতারক চক্রটি ক্রেতা-বিক্রেতা সেজে কুষ্টিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল সম্পাদন এবং হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে বাদীর প্রায় ১০০ কোটি টাকা মূল্যের বাড়িসহ ভূ-সম্পত্তি দখলের চেষ্টা করেন আসামিরা।

ওই মামলায় গ্রেপ্তার হন কুষ্টিয়া শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনসহ সাতজন।

আদালতে গ্রেপ্তারদের দেওয়া স্বীকারোক্তিতে বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রত্যক্ষ সংশ্লিষ্টতার কথা উঠে আসায় অধিকতর তদন্তের জন্য সিআইডিকে গত ১৬ সেপ্টেম্বর মামলাটির তদন্ত ভার দেওয়া হয়।