গোপালগঞ্জে তুহিন হত্যা: আসামি দম্পতিকে গ্রেপ্তার

গোপালগঞ্জে মসজিদ কমিটির বিরোধকে কেন্দ্র করে তুহিন মোল্লা হত্যা মামলার প্রধান আসামিসহ  তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2020, 11:13 AM
Updated : 28 Sept 2020, 11:13 AM

সোমবার দুপুরে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তাররা হলেন, এ হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান মোল্লা এবং তার স্ত্রী মামলার ১৫ নম্বর আসামি আমেনা বেগম।

আগের রাতে পুলিশ এ দম্পতিকে গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের তাদের এক স্বজনের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

মামলার বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, গত ৪ জুলাই সদর উপজেলার চরবয়রা গ্রামের মসজিদ কমিটি গঠনের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে।

তিনি বলেন, “ওই দিন জুম্মার নামাজের সময় মিজানুর রহমান মোল্লা ও তার ছোট ভাই ছোটন মোল্লা মসজিদ কমিটি গঠনকারীদের নিয়ে কটূ কথা বলেন। আকরাম মোল্লা তাদের গালাগাল করতে নিষেধ করলে তাকেও গালমন্দ করেন ওই দুই ভাই।

“নামাজ শেষে আকরাম মোল্লার ছেলে তুহিন মোল্লা তার বাবাকে গালাগালি করার ব্যাপারে মিজানুর ও ছোটনের কাছে জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে তাদের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরে মিজানুর ও ছোটন তার লোকজনদের নিয়ে সংঘবদ্ধ হয়ে কুপিয়ে ও পিটিয়ে তুহিনকে হত্যা করেন।”

ঘটনার দিনই নিহতের বড়ভাই আরেফিন মোল্লা বাদী হয়ে ১৫ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন।