শিমুলিয়ায় ৩ ঘণ্টা লঞ্চ বন্ধ থাকায় ভোগান্তি

নাব্য সঙ্কটে চতুর্থ দফায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে; এর মধ্যেই যাত্রীদের পারাপারের ভরসা লঞ্চ তিন ঘণ্টার বেশি সময় বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন অনেক যাত্রী।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2020, 06:09 AM
Updated : 28 Sept 2020, 06:09 AM

সোমবার সকাল ৭টার দিকে এ রটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায় বলে বিআইডব্লিাউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান।

এর আগে সীমিত আকারে চালুর ১২ দিনের মাথায় রোববার গুরুত্বপূর্ণ এ রুটে ফেরি সার্ভিস আবারও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিাউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম বলেন, নাব্যতা সঙ্কটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে চতুর্থ দফায়  ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর বিকালে থেকে পদ্মা সেতু চ্যানেলে ছোট আকারের ফেরিগুলো দিনের বেলায় চলছিল। এর আগে ৩  সেপ্টেম্বর বন্ধ হয়ে চালু হয় ১১ সেপ্টেম্বর। এরপর আবার ১৩  সেপ্টেম্বর বন্ধ হয়ে চালু হয় ১৫ সেপ্টেম্বর। ১৭  সেপ্টেম্বর আবার বন্ধ হয়ে ১৮ সেপ্টেম্বর সীমিত আকারে চালু হয়।

এদিকে ফেরি বন্ধ থাকায় স্পিডবোট ও ট্রলারে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছেন লোকজন।

এ ভোগান্তি কবে কাটবে জানতে চাইলে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, “নাব্য ফেরাতে পদ্মা সেতু চ্যানেলে মুখে সোমবার সকালে একটি ড্রেজার সেট করা হয়েছে। মাসখানেকের মধ্যে নতুন একটি বিকল্প চ্যানেল চালু করা হবে।”

এদিকে ফেরি চলাচলে বিঘ্ন ঘটনায় শত শত পণ্যবাহী ট্রাকের চালক চালক দিনের পর দিন শিমুলিয়ায় আটকে রয়েছেন।