গাজীপুরের ২৫ দোকানে ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ

গাজীপুর সদর উপজেলার বোকরান মনিপুর বাজারে অন্তত ২৫টি দোকান ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2020, 04:29 PM
Updated : 27 Sept 2020, 04:29 PM

ওই এলাকার শাহজাহান বিন আলম মার্কেটের এ ঘটনায় পুলিশ অভিযোগ পেয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম।

মার্কেটের মালিক শাহজাহান বিন আলম অভিযোগ করেছেন একই এলাকার মো. মহসীন আলমসহ ছয়জনের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, মার্কেটের তত্বাবধায়ক রবিউল ইসলামকে ওই সম্পত্তি তদারক না করতে দীর্ঘদিন ধরে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে এবং ওই সম্পত্তিতে একাধিকবার অনধিকার প্রবেশের চেষ্টা করেছেন মো. মহসীন আলমসহ কয়েকজন।

আরও অভিযোগ করা হয়েছে, শাহজাহান ৪০ বছর আগে মনিপুর বাজারে ২৬ শতক জমি কিনে একটি মার্কেটে ২৫টি দোকান বানিয়ে ভাড়া দিয়েছেন। শনিবার রাত সাড়ে ৩টার দিকে অন্তত ২৫ জন লোক এসে মার্কেটের দোকানপাটসহ সকল প্রকার স্থাপনা ভাংচুর ও মালপত্র লুটপাট করে নিয়ে যায়। এতে দোকানগুলোর মালপত্রসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মার্কেটের মাছ বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, “আমার দোকানের ড্রামভর্তি ২৫ হাজার টাকার মাছ, ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের কমপক্ষে ৩০ হাজার টাকার মাছ, চায়ের দোকানি সুমনের ১৫ হাজার টাকার মালপত্রসহ মোট ২৫ জনের মালপত্র তছনছ ও লুটপাট হয়েছে। আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি।”

তবে মহসীন আলম অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “আমরা ভাঙচুর বা লুটপাটের সঙ্গে জড়িত না।”

পুলিশ লিখিত অভিযোগ পেয়েছে বলে জানিয়েছেন ওসি মো. জাবেদুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, “একজন এসআইকে ঘটনা তদন্ত করে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।”