জামালপুরে রিকশাচালক হত্যা: ২ জনের প্রাণদণ্ড, ৭ জনের যাবজ্জীবন   

জামালপুরে রাসেল নামের এক রিকশা চালক হত্যার মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড এবং তিন ভাইসহ সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2020, 10:38 AM
Updated : 27 Sept 2020, 10:42 AM

রোববার দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাপ্তরা হলেন জেলার ইসলামপুর উপজেলার পূর্ব শশারিয়া বাড়ি গ্রামের বুদুর ছেলে ভূট্টো (৩০) ও খালেক (৪৫)।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, একই গ্রামের গাদুর ছেলে বাবুল (২৫), রশিদ (৪৫), মো. কাশি (৫০); এরা তিন ভাই। এছাড়া বিদ্যুৎ (২৫), সামিউল (৩০), ফুলু মিয়া (৩০) ও জহিজলের (৩০) একই সাজা হয়েছে।

মামলার অপর চার আসামি হুচ্চু, ফেক্কু, ইয়া মন্ডল ও সাহেব আলীকে বেসুর খালাস দিয়েছে আদালত।

নিহত রাসেল একই গ্রামের মইন উদ্দিনের ছেলে।

এ সব তথ্য নিশ্চিত করে জেলা জজ আদালতের পিপি নির্মল কান্তি ভদ্র জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে রিকশা চালক রাসেলের সাথে আসামিদের বিরোধ হয়। এর জেরে ২০০৭ সালের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় লুঙ্গি ও মাফলার পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ ওই গ্রামের সাদেক মাস্টারের আখক্ষেতে ফেলে রাখে। পরদিন সেই লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রাসেলের মা আছিয়া খাতুন ২০০৭ সালের ২৮ ডিসেম্বর ইসলামপুর থানায় ১৩ জনের নামে হত্যা মামলা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে জানান পিপি নির্মল কান্তি ভদ্র।