জামালপুরে রিকশাচালক হত্যা: ২ জনের প্রাণদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
জামালপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2020 04:38 PM BdST Updated: 27 Sep 2020 04:42 PM BdST
জামালপুরে রাসেল নামের এক রিকশা চালক হত্যার মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড এবং তিন ভাইসহ সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাপ্তরা হলেন জেলার ইসলামপুর উপজেলার পূর্ব শশারিয়া বাড়ি গ্রামের বুদুর ছেলে ভূট্টো (৩০) ও খালেক (৪৫)।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, একই গ্রামের গাদুর ছেলে বাবুল (২৫), রশিদ (৪৫), মো. কাশি (৫০); এরা তিন ভাই। এছাড়া বিদ্যুৎ (২৫), সামিউল (৩০), ফুলু মিয়া (৩০) ও জহিজলের (৩০) একই সাজা হয়েছে।
মামলার অপর চার আসামি হুচ্চু, ফেক্কু, ইয়া মন্ডল ও সাহেব আলীকে বেসুর খালাস দিয়েছে আদালত।
নিহত রাসেল একই গ্রামের মইন উদ্দিনের ছেলে।
এ সব তথ্য নিশ্চিত করে জেলা জজ আদালতের পিপি নির্মল কান্তি ভদ্র জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে রিকশা চালক রাসেলের সাথে আসামিদের বিরোধ হয়। এর জেরে ২০০৭ সালের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় লুঙ্গি ও মাফলার পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ ওই গ্রামের সাদেক মাস্টারের আখক্ষেতে ফেলে রাখে। পরদিন সেই লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রাসেলের মা আছিয়া খাতুন ২০০৭ সালের ২৮ ডিসেম্বর ইসলামপুর থানায় ১৩ জনের নামে হত্যা মামলা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে জানান পিপি নির্মল কান্তি ভদ্র।
-
সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
-
ময়মনসিংহের সাংসদকে জড়িয়ে সংবাদ প্রকাশ, বিক্ষোভ-মানববন্ধন
-
ময়মনসিংহে মরা গাছ ভেঙে পড়ে নিহত ২ যুবক
-
ফরিদপুরের রুবেল-বরকতের সম্পত্তি ক্রোকের আদেশ
-
বগুড়ায় মেয়র প্রার্থীর গ্রেপ্তারে পরোয়ানা
-
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘চাকরির নামে’ ঘুষের অভিযোগ, তদন্তে কমিটি
-
এমপির নাম না থাকায় উদ্বোধনের ফলক গুঁড়িয়ে দিল পাবনায়
-
রাঙামাটিতে ইউপি সদস্য হত্যা: সাবেক উপজেলা চেয়ারম্যান আসামি
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত