ব্রাহ্মণবাড়িয়ায় নৈশপ্রহরীকে হত্যা করে ব্যাংক লুটের চেষ্টা

নৈশপ্রহরীকে হত্যা করে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের  আশুগঞ্জ শাখায় লুটের চেষ্টা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2020, 06:34 PM
Updated : 26 Sept 2020, 06:34 PM

ব্যাংক ভবনের পেছনের জানালার গ্রিল কাটা এবং ভল্টের হাতল ভাঙা থাকলেও বন্ধ অবস্থায় পাওয়া গেছে বলে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন।

নিহত রাজেশ বিশ্বাস (২৩) সিলেটের জকিগঞ্জ উপজেলার চানপুর গ্রামের ক্ষীরোদ বিশ্বাসের ছেলে।

পুলিশ সুপার বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় ব্যাংকের মেঝেতে রাজেশের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি ঘটনাস্থলে রয়েছেন জানিয়ে বলেন, “ব্যাংক ভবনের পেছন দিকের একটি জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া গেছে। আর ভেতরে আলমারি ও ড্রয়ার ভাঙচুর করার পাশাপাশি টাকার ভল্ট ভাঙারও চেষ্টা হয়েছে। তবে ব্যাংক থেকে কোনো কিছু খোয়া গেছি কিনা তা এখনও নিশ্চত হওয়া যায়নি।”

রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, “পুলিশ ভল্টের হাতল ভাঙা থাকলেও ভল্টটি বন্ধ দেখতে পেয়েছে। এ ঘটনায় ব্যাংক ভবনের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

খবর পেয়ে ঢাকা থেকে সিআইডি তদন্ত দল রওনা হয়েছে বলে তিনি জানান।