ফরিদপুর জেলা পরিষদ উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ফরিদপুর জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী মো. সেলিম মিয়ার মনোনয়নপত্র ঋণ খেলাপের দায়ে বাতিল হয়ে গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2020, 05:50 PM
Updated : 26 Sept 2020, 05:50 PM

শনিবার মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে এই ঘোষণা আসে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, “জেলা পরিষদের উপ-নির্বাচনে  চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে আয়-ব্যয় রিটার্ন দাখিলে সাক্ষর না থাকা এবং ঋণ খেলাপের কারণে বিএনপি প্রার্থী মো. সেলিম মিয়ার মনোনয়পত্র বাতিল করা হয়েছে।”

আগামী ২০ অক্টোবর জেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

আগামী ৩ অক্টোবর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন জানিয়ে নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, “এ উপ-নির্বাচনে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের শামসুল আলম ভোলা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ।”

গত ১০ জুলাই জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধার মৃত্যু হলে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে। লোকমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।