ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2020, 12:27 PM
Updated : 26 Sept 2020, 12:27 PM

ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার বিকাল ৫টার দিকে ফের রেল চলাচল শুরু হয় বলে জানান রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ঢাকাগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনায় পড়া বগি উদ্ধার করে। আর রেলকর্মীরা ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করেন। বিকেল ৫টার দিকে লাইন মেরামত কাজ শেষ হলে ফের ট্রেন চলাচল শুরু হয়।