পাবনা-৪ উপনির্বাচনে ভোটগ্রহণ

আওয়ামী লীগের শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে শূন্য পাবনা-৪ আসনে আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2020, 05:41 AM
Updated : 26 Sept 2020, 12:51 PM

ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এই আসনে শনিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, তা চলে বিকাল ৫টা পর্যন্ত।

আসনটির মোট ১২৯টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে সকালে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি খুবই কম দেখা গেছে। তবে মাঝে মাঝে দল বেঁধে কিছু যুবক এসে লাইনে দাঁড়ালেও সাংবাদিকরা নাম-বাবার নাম জিজ্ঞেস করলে তারা বিব্রত হচ্ছেন।

বিএনপি অভিযোগ করেছে, ভোটকেন্দ্রে তাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।

এ্ উপনির্বাচনে কারচুপির অভিযোগ এড়াতে সকালে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয় ভোটগ্রহণ শুরুর আগে সকাল সাড়ে ৮টায়।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে ১১০০ পুলিশ সদস্য, ১৫৪৮ জন আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে; দায়িত্বে আছে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক টিম।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনজন প্রার্থী। আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীকে, বিএনপির হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে এবং জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম লাঙ্গল প্রতীকে লড়ছেন।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিব। ওই নির্বাচনে তিনি ডিলুর কাছে ২ লাখ ভোটের ব্যবধানে হেরেছিলেন।

গত ২ এপ্রিল মারা যান এই আসনের দীর্ঘদিনের সংসদ সদস্য, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। মহামারীর কারণে উপনির্বাচন কয়েক মাস পরে হচ্ছে।

উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন আব্দুল লতিফ শেখ।