রাজশাহীতে পদ্মায় নৌকা ডুবে ২ জন নিখোঁজ

রাজশাহীর পবা উপজেলায় পদ্মায় নৌকা ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2020, 03:45 PM
Updated : 25 Sept 2020, 05:40 PM

উপজেলার হারুপুর নবগঙ্গা এলাকায় শুক্রবার বিকাল ৫টার দিকে নৌকা ডুবির এ ঘটনা ঘটে বলে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান।

তিনি বলেন, বিকেলে এক পরিবারের ১৩ সদস্য ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে পদ্মায় বেড়াতে যান। নৌকাটি নবগঙ্গা এলাকায় ডুবে যায়। ১১ জন স্থানীয় লোকজনের সহায়তায় সাঁতরে তীরে উঠলেও দুইজন নিখোঁজ থাকেন।

নিখোঁজ দুইজন হলেন পবা উপজেলার দামকুড়া থানার খোলাবনা গ্রামের সূচনা (২২) নামে এক তরুণী ও তার খালাত ভাই রিমন (১৪)।

তাদের সবার বাড়ি ওই গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুইজন অসুস্থ হয়ে পড়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি এমএম মাসুদ পারভেজ বলেন, ওই নৌকায় যারা ছিলেন তারা সবাই এক পরিবারের সদস্য। তাদের বাড়ি পবা উপজেলার দামকুড়া থানার খোলাবনা গ্রামে। তারা বেড়ানোর জন্য বের হয়েছিলেন। নৌকা ভাড়া করে পদ্মায় ঘুরছিলেন তারা। নিখোঁজ সুচনা ও রিমন খালাত ভাইবোন।