বগুড়ায় স্কুল ভবন যমুনায় বিলীন হওয়ার পথে

বগুড়ার সারিয়াকান্দী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন যমুনা নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় ৫০ হাজার টাকায় নিলামে বেচে দিয়েছে সরকার।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 01:56 PM
Updated : 24 Sept 2020, 01:56 PM

উপজেলার চর হাটশেরপুর ইউনিয়নের ‘চরদিঘা পাড়া প্রাথমিক বিদ্যালয়টি’ গত কয়েক দিনের ভাঙনে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়ে বলে হাট শেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান জানান।

তিনি বলেন, বিদ্যালয়টিতে ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। করোনাভাইরাস মহামারীতে ক্লাস বন্ধ থাকলেও আবার চালু হলে ওই শিক্ষার্থীরা কোথায় পড়ালেখা করবে তা নিয়ে চিন্তিত অভিভাবকরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবির জানান, বিদ্যালয়টি ভাঙনের কবলে পড়ায় ৫০ হাজার টাকায় নিলাম দেওয়া হয়েছে। পড়ালেখা সচল রাখতে ওই চরে অস্থায়ী বিদ্যালয় করা হবে।