বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 01:52 PM
Updated : 24 Sept 2020, 01:52 PM

বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এ রায় দেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ।

দণ্ডপ্রাপ্ত মনির হোসেন বরিশালে হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের বাসিন্দা।

এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক ফয়েজ জানান, ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ মাকসুদা বেগমকে প্রায়ই মারধর করতেন তার স্বামী মনির হোসেন। ২০১৩ সালের ৬ জানুয়ারি মারধরের এক পর্যায়ে মাকসুদার মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন হিজলা থানায় একটি হত্যা মামলা করেন মাকসুদার ভাই মো. আলাউদ্দিন।

মামলার এজাহারে স্বামী মনির হোসেন, শ্বশুর শফী রাঢ়ী, শাশুড়ি রাশিদা বেগম ও দেবর নাসির রাঢ়ীকে আসামি করা হয়।

ওই বছরের ১৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

‌১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মনির হোসেনকে মৃত্যুদণ্ড নিয়েছে আদালত জানিয়ে আইনজীবী ফয়জুল বলেন, অভিযোগ প্রমান না হওয়ায় শ্বশুর শফী রাঢ়ী ও দেবর নাসির রাঢ়ীকে খালাস দেওয়া হয়েছে।

মামলা বিচারাধীন থাকা অবস্থায় শাশুড়ি রাশিদা বেগমের মৃত্যু হয়।