খাগড়াছড়িতে কমান্ডারকে হত্যায় আনসার সদস্যের ফাঁসির রায়

খাগড়াছড়ির দীঘিনালায় আনসার ভিডিপি‘র পোস্ট কমান্ডারকে গুলি করে হত্যার ঘটনায় এক আনসার সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 10:50 AM
Updated : 24 Sept 2020, 10:50 AM

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেয়।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম জামিনে বের হওয়ার পর পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো জানান, আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত দণ্ডবিধি ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। 

২০১৫ সালের ৩ জুলাই দীঘিনালার কবাখালী ইউনিয়নের হেডম্যানপাড়া চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে বাক বিতণ্ডার এক পর্যায়ে সৈনিক রফিকুল ইসলাম তার কাছে থাকা অস্ত্র দিয়ে পোস্ট কমান্ডার নায়ক আমির হোসেনকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেন।