গাইবান্ধায় পুরনো ভবন ভাঙার সময় চাপা পড়ে নিহত ২

গাইবান্ধায় পুরনো ভবন ভাঙার সময় বিম ধসে চাপা পড়ে নির্মাণ শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 11:58 AM
Updated : 23 Sept 2020, 11:58 AM

জেলা শহরের ডিবি রোডে শাহজাহান আলী নামে এক ব্যক্তির দোকান ঘর ভাঙার সময় তারা হতাহত হন বলে সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান।

নিহত নির্মাণ শ্রমিক হলেন সদর উপজেলার খামার বোয়ালী গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে আজাদ হোসেন (৪২)।

অন্যজনের নাম আব্দুল ওয়াহেদ (৫৫)। তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিদা নগর এলাকায়। গাইবান্ধা বিসিক শিল্পনগরীর অফিস সহায়ক পদে চাকরি করতেন তিনি।

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, বুধবার সকাল থেকে নির্মাণ শ্রমিকরা শাহজাহান আলীর পাকা দোকান ঘর ভাঙার কাজ করছিলেন। বেলা ১টার দিকে ওই দোকানের একটি বিম ভেঙে গেলে দেয়াল ও ছাদ ধসে পড়ে। বিমের নিচে চাপা পড়ে আজাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। তখন ওই পথ দিয়ে যাওয়ার সময় আব্দুল ওয়াহেদও চাপা পড়েন। স্থানীয়রা তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বখতিয়ার উদ্দিন বলেন, “স্থাপনা ভাঙার সময় সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে। পুলিশ লাশ স্বজনদের বুঝিয়ে দেয়।