রাজশাহীতে ৯ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার

রাজশাহীতে প্রায় সাড়ে নয় হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তারের করেছে র‌্যাব।

রাজশাহী অফিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 10:22 AM
Updated : 23 Sept 2020, 10:22 AM

বুধবার সকালে চারঘাট মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

দুপুরে র‌্যাবের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের রাত আড়াইটার দিকে চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার সৈয়দ আলম (৩৯), চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামের মোছা. চাঁন বানু (৪২) ও তার মেয়ে সম্পা খাতুন (২০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানের সময় বাড়ির মালিক সিদ্দিকুর রহমান ও টেকনাফ থেকে আসা আবদুল মজিদ জানালা দিয়ে পালিয়ে যান।

এ সময় ওই বাড়ির ড্রেসিং টেবিলের নিচে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় নয় হাজার ৩১৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া নগদ ২৩ হাজার টাকা, চারটি মোবাইল ফোনসেট, পাঁচটি সিমকার্ড ও তিনটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে মোল্লাপাড়া ক্যাম্পের দলটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে রাজশাহীতে ইয়াবা আনে। আর রাজশাহী থেকে কক্সবাজারে ফেনসিডিল নিয়ে যায়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।