কোভিড-১৯: কাপাসিয়ায় সন্ধ্যার পর বাইরে থাকায় নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাইরে থাকা নিষিদ্ধ করেছে প্রশাসন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 09:55 AM
Updated : 23 Sept 2020, 09:55 AM

বুধবার কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমত আরা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে কাপাসিয়ায় চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁ এবং যসব ধরণের বিনোদন পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তার মোড় ইত্যাদি স্থান ৭টার পর বন্ধ থাকবে।

এই সময় স্কুল ও কলেজগামী শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদেরও জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকার জন্য বলা হল।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণেরও কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।