কুমিল্লায় পুলিশ পরিচয়ে ছিনতাই: চারজন গ্রেপ্তার

কুমিল্লায় পুলিশ পরিচয়ে তিনজনের কাছ থেকে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 09:41 AM
Updated : 23 Sept 2020, 09:41 AM

বুধবার ভোরে ঢাকা ও গাজীপুর থেকে জেলা গোয়েন্দা পু‌লি‌শ অভিযা‌ন চালিয়ে এদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, শেরপুর জেলার সুমন মিয়া, জয়পুরহাটের মো. আপেল, যশোর জেলার মো. মনির এবং গাড়িচালক ভোলা জেলার মো. ইউছুফ। 

তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ দেড় লাখ টাকা এবং অন্যান্য আলামত উদ্ধার করাও হয়েছে।

দুপুরে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার কার্যালয়ে কনফা‌রেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পু‌লিশ সুপার জানান, ছিনতাইকারী চক্রটি বিভিন্ন সময়ে কুমিল্লার মুরাদনগর, দাউদকান্দির গৌরীপুর ও সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ সব ঘটনার কথা পুলিশের নজরে এলে তৎপর হয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোর্পদ করা হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।