আশুলিয়ায় ‘মুক্তিপণ না পেয়ে পিটিয়ে হত্যা’ কিশোরকে

ঢাকার আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযো উঠেছে। এছাড়া এ ঘটনায় আরেক কিশোর আহত হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2020, 03:28 PM
Updated : 22 Sept 2020, 03:28 PM

আশুলিয়া থানার এসআই মো. সামিউল ইসলাম জানান, মঙ্গলবার আশুলিয়ার মোজার মেইল এলাকার একটি ডোবার পাশ থেকে তারা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত সবুজ মিয়া (১৫) লালমনিরহাট সদর থানার কাজী কলোনী গ্রামের মিসির আলীর ছেলে।

আহত কিশোরের (১৫) বাড়িও ওই গ্রামে।

এসআই সামিউল আহত কিশোরের বরাতে বলেন, দুই কিশোর গ্রামের বাড়ি থেকে রাগ করে সোমবার রাতে আশুলিয়ায় সবুজের বোনের বাড়ির উদ্দেশে আসে। বোনের বাসা খুঁজে না পেয়ে তারা আশুলিয়ার মোজার মেইল বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। রাতে কয়েকজন লোক তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করে। পরিবারের সদস্যদের কাছে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ আনতে বলে।

এসআই বলেন, মারধরে সবুজ অসুস্থ হলে মঙ্গলবার দুপুরে দুইজনকেই একটি ভ্যানে করে হাসপাতালে উদ্দেশে পাঠিয়ে দেয় সেই লোকেরা। কিন্তু রাস্তায় সবুজ মারা যায়। তখন ওই ভ্যানচালক ভ্যানসহ ডোবার পাশে তাদের রেখে পালিয়ে যায়।

কিশোরদের পরিবারকে খবর দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অভিভাবক অসার পর মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।