আহমদ শফীকে নিয়ে ‘কটূক্তি’: আহলে সুন্নাত নেতা আলাউদ্দিন রিমান্ডে

সদ্য প্রয়াত হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতা শাহ আহমদ শফীকে নিয়ে ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা আলাউদ্দিন জিহাদীকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2020, 04:43 PM
Updated : 21 Sept 2020, 04:43 PM

সোমবার বিকালে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফতাবুজ্জামানের আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আলাউদ্দিন জিহাদীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গত শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর একদিন আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটি বৈঠকে আহমদ শফী এ প্রতিষ্ঠানের মহাপরিচালকের পদ থেকে ‘স্বেচ্ছায় পদত্যাগ’ করেন।

এদিকে, সকালে আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে করা এ ‘মিথ্য‘ মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে নাররায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত।