বঙ্গবন্ধুর স্মৃতিরক্ষায় সরকারকে জমি দিলেন রাবি শিক্ষক

গাইবান্ধায় বঙ্গবন্ধুর স্মৃতিরক্ষায় সরকারকে ২৬ শতক জমি দান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.লতিফুর রহমান সরকার।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2020, 03:01 PM
Updated : 21 Sept 2020, 03:48 PM

সোমবার বিকালে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের কাছে ‘প্রায় ১৫ লাখ টাকা’ বাজার মূল্যের এ জমির দলিল হস্তান্তর করেন তিনি।

রাবির ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. লতিফুর রহমান সরকার বলেন, “বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সাবেক বরিশাল ইউনিয়ন পরিষদের ঐতিহাসিক জায়গাটি সংরক্ষণ করে স্বাস্থ্যসেবা অথবা জনহিতকর কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এ জমি দান করেছি। ”

গাইবান্ধার সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের ১৯৭০ সালের এমপিএ এবং মুক্তিযোদ্ধা আজিজার রহমান সরকারের ছেলে লতিফুর বলেন, “আমি চাই সুষ্ঠুভাবে এ প্রক্রিয়া সম্পন্ন হোক।”

১৯৭০ সালের অক্টোবরে নির্বাচনী সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা আজিজার রহমান সরকারের বাড়িতে এসেছিলেন। এ সময় বঙ্গবন্ধু সাবেক বরিশাল ইউনিয়ন পরিষদের মাঠে কয়েক হাজার মানুষের সামনে বক্তব্য দেন।

সে সময় বঙ্গবন্ধু বরিশাল ইউনিয়ন পরিষদ ভবন, দাতব্য চিকিৎসালয়, কমিউনিটি সেন্টার, রাসায়নিক সার ও কিটনাশকের গুদাম পরিদর্শন করেন বলে জানান পলাশবাড়ীর ইউএনও।

“তাই এ ইউনিয়নের মানুষের দাবি ঐতিহাসিক জায়গাটিকে সংরক্ষণ করে জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তোলা হোক।”

বালুরঘাট লিবারেশন ক্যাম্পের সাধারণ সম্পাদক আজিজার রহমান পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালনও করেছেন।  তিনি ১৯৯৭ সালে মারা যান।

জমিদানের সময় আজিজার রহমান অপর তিন ছেলে শফিকুল ইসলাম, হাফিজুর রহমান সরকার ও সাজেদুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী, বরিশাল ইউপির সাবেক চেয়ারম্যান গোপাল চন্দ্র তালুকদার ও সৈয়দ মাহমুদুল হক, সমাজসেবক রফিকুল ইসলাম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।