ভোলায় টর্নেডোয় অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত

ভোলার চরফ্যাশন উপজেলায় টর্নেডোয় অর্ধশতাধিক বাড়িঘর-দোকানপাট বিধ্বস্ত হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2020, 05:44 PM
Updated : 20 Sept 2020, 05:44 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন জানান, উপজেলার আছলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে টর্নেডো এই আঘাত হানে। এতে ৫৫ থেকে ৬০টি ঘর বিধ্বস্ত হয়।

ওই এলাকার বাসিন্দা মো. রাজিব মাতুব্বর বলেন, “রোববার ভোরের দিকে হঠাৎ করে টর্নেডো আঘাত করে। ১০ মিনিটের মধ্যে ওই এলাকার বহদ্দারহাট, উচাপুল, ভুলাইমোড় এলাকার শতাধিক ঘর-দোকানপাট বিধ্বস্ত হয়। বেশ কিছু বড় গাছ উপড়ে পড়ে চরফ্যাশন-বেতুয়া সড়ক বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা রাস্তা থেকে গাছ সরিয়ে ফেলে।”
টর্নেডোয় বিভিন্ন ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে সকালে ইউএনও মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, “টর্নেডোর আঘাতে ৫৫ থেকে ৬০টি ঘর বিধ্বস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর প্রাথমিকভাবে শুকনো খাবার বিতরণ করেছি। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে চাল, ঢেউ টিন ও নগদ টাকা দেওয়া হবে।”