রাঙ্গামাটিতে খালে ও পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় খালে ও পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2020, 06:38 PM
Updated : 19 Sept 2020, 06:38 PM

উপজেলার রাইখালী ইউনিয়নে শনিবার তাদের মৃত্যু হয় বলে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান।

তারা হল- চন্দ্রঘোনা রেশম বাগান এলাকার এনামুল হকের ছেলে মিজানুর রহমান (১২), রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার (১১) ও রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।

স্থানীয়রা জানান, রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় মিজানুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, মাকসুদা ও হাফসা আক্তার পূর্বকোদালা খালে দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয় ডুবুরিরা চার ঘণ্টার চেষ্টায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

ওসি ইকবাল বলেন, ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। শিশুদের আরও যত্ন নিতে হবে। তাদের গতিবিধি লক্ষ করতে হবে প্রতিমুহূর্তে। এসব ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে তিনি জানান।