গাজীপুরে ট্রেনের যন্ত্রাংশ খুলে ৬ কিমি রেললাইনের ক্ষতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মালবাহী ট্রেনের যন্ত্রাংশ খুলে প্রায় ছয় কিলোমিটার রেললাইনের ক্ষতি হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2020, 11:07 AM
Updated : 19 Sept 2020, 11:34 AM

এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকে বলে জানান রেলওয়ের পাকশি বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম।

তিনি বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে মালবাহী একটি ট্রেনের চাকার পাশের যন্ত্রাংশ (হ্যাঙ্গার) খুলে যায়। এ অবস্থায় ট্রেনটি কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে প্রায় ছয় কিলোমিটার পথ অতিক্রম করে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে গিয়ে থামে। এতে ওই যন্ত্রাংশের আঘাতে প্রায় ছয় কিলোমিটার রেললাইনের ক্লিপ খুলে ক্ষতিগ্রস্ত হয়।

“এ ঘটনায় প্রায় ছয় ঘণ্টা সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ থাকে।”

প্রকৌশলী বলেন, পরে স্থানীয় রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা গিয়ে মালবাহী ট্রেনটি মেরামত করলে রাত সাড়ে ৩টার দিকে আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে ক্ষতিগ্রস্ত রেললাইন সাময়িকভাবে চলাচল উপযোগী করতে আরও সময় লাগে। সাময়িক মেরামত শেষে শনিবার সকাল ৮টায় অন্যান্য ট্রেন চলতে শুরু করে।

লাইনটি মেরামতের কাজ চলছে জানিয়ে প্রকৌশলী আব্দুর রহিম বলেন, এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান তিনি নিজে।

মালবাহী ওই ট্রেনটি ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়ে বলে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার  শাহজাহান জানিয়েছেন।