চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বাঁধে ভাঙন

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নদীপাড়ের দেড়শ মিটার অংশ ভেঙে গেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2020, 06:00 AM
Updated : 19 Sept 2020, 06:52 AM

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে এই ভাঙন দেখা দেয়।

এদিকে হঠাৎ বাঁধ ভাঙনে ওই এলাকার হাজার হাজার মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। বাঁধটি রক্ষায় বাঁশ, গাছ, ডালপালা দিয়ে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছে স্থানীয়রা।

জেলা পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আক্তার বলেন, “বাঁধের যে অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে, সেখনে জরুরি ভিভিতে বালূভর্তি বস্তা ফেলা হচ্ছে।যদিও বিষয়টি মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের আওতায়, তারপরও আমারা পর্যবেক্ষণ করছি।”

জনতা বাজার এলাকার ডালিম বলেন, শুক্রবার রাতের কোনো এক সময়ে বাঁধ এলাকার এক অংশ দেবে যায়। সকালে এলাকার লোকজনের চোখে পড়লে তারা জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানায়।”

প্রকৌশলী মামুন বলেন, “মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বাঁধের জনতা বাজার এলাকার অংশটি এখন ঝুঁকিতে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

তবে ওই এলাকায় মেঘনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি।