গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু

কিডনি জটিলতায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2020, 09:39 AM
Updated : 18 Sept 2020, 09:39 AM

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বাগেরহাট জেলার তার গ্রামে শুক্রবার প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবার কথা রয়েছে।

প্রয়াত সনেট দাসের (২৪) এ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বলেন, বেশ কিছুদিন ধরে সনেট দাস কিডনির সমস্যায় ভুগছিলেন৷

প্রথমে খুলনায় চিকিৎসাধীন থাকলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।  বারডেমে চিকিৎসার কিছুদিন পরে একটু সুস্থ হলেও হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন সনেটকে আইসিইউতে নেওয়া হয়।  সেখানে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বলেন ইশতিয়াক।

শুক্রবার বাগেরহাট জেলার সনেটের গ্রামে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নে পরিকল্পনার কথাও জানান তিনি।