বগুড়ায় সরকারি চাল উদ্ধার, দুইজনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় সরকারি ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ করে এতে জড়িত থাকার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2020, 03:42 PM
Updated : 17 Sept 2020, 03:42 PM

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব চাল জব্দ করেন সহকারী নন্দীগ্রাম উপজেলার  কমিশনার (ভূমি) নুরুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়ি তল্লাশি চালানো হয়। সেখান থেকে ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে।

ওই ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) অফিসের পক্ষে পেশকার রেজাউল করিম বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা করেছে বলে জানান নন্দীগ্রাম থানার এসআই আব্দুর রহীম।

আসামিরা হলেন, মোখছেদ আলী ও আবু বক্কর।

এসব ভিজিডির চাল জানত দাবি করে মকছেদ আলীর পরিবারের সদস্যরা বলেন, ওই চালগুলো বর্ষণ গ্রামের আবু বকর সিদ্দিকের। তিনি তাদের বাড়িতে এ চাল রেখেছিলেন।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “ওই চালগুলো কার তা আমার জানা নেই।”

তবে মোখছেদআওয়ামী লীগ করে বলে জানান তিনি।