নওগাঁয় উপ-নির্বাচন: ৫ জনের মনোনয়নপত্র জমা

নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচনে শেষ দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ পাঁচজন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2020, 01:04 PM
Updated : 17 Sept 2020, 01:04 PM

জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে এই পাঁচ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

তারা হলেন আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল, বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম, জাতীয় পার্টির কাজী গোলাম কবির, ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখার আলম ও স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল।

গত ২৮ জুলাই নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য  ইসরাফিল আলমের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।

নির্বাচন কর্মকর্তা মাহমুদ বলেন, আগামী ২০ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সময়। আগামী ১৭ আক্টোবর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

আসনটিতে মোট তিন লাখ ৬৭২৫ জন ভোটার রয়েছেন বলে তিনি জানান।

আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বলেন, “মাদক ও বাল্যবিবাহ বন্ধসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এলাকাবাসীর পাশে থাকার আশা করি।”

তবে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু ‘নির্বাচনের পরিবেশ নেই’ বলে মনে করছেন।

তিনি বলেন, “নির্বাচন কমিশন নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”