রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের কমিটি নিয়ে বচসা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের’ স্টিয়ারিং কমিটি গঠনতন্ত্র ভেঙে কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2020, 05:24 PM
Updated : 15 Sept 2020, 06:16 PM

মঙ্গলবার দুপুরে এই অভিযোগ তুলে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের এই সংগঠনের আহ্বায়ক অধ্যাপক এম মজিবুর রহমানকে চিঠি দিয়েছেন প্রগতিশীল শিক্ষক সমাজের ১২ শিক্ষক।

তাদের অভিযোগ, “২০১৮ সালের জুলাই মাসে নির্বাচিত আহ্বায়ক ও স্টিয়ারিং কমিটির মেয়াদ গত ৩০ জুন শেষ হয়েছে। এরপর থেকে ‘নিজ বিবেচনায় দলীয় কোনো কাজ করার এখতিয়ার এ কমিটির নাই।’

ফলে দলীয় বিধি না মেনে গত ২০ অগাস্ট ও ১৫ সেপ্টেম্বর সংগঠনের স্টিয়ারিং কমিটির সভা করাকে অবৈধ বলছেন তারা।

অভিযোগকারী শিক্ষকরা হলেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজা, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুজিবুল হক আজাদ খান, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শহিদুল আলম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াস হোসাইন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগেরর সভাপতি অধ্যাপক এক্রাম উল্যাহ, ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবাল,  ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার, ম্যানেজমেন্ট বিভাগে শিক্ষক মোহা. সোলাইমান চৌধুরী।  

চিঠিতে আরো বলা হয়েছে, গত ৩০ জুনের মধ্যে যেহেতু নির্বাচন করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে দলের সাধারণ সদস্যদের মতামত নেওয়া জরুরি ছিল।

আহ্বায়ককে অভিযুক্ত করে তারা বলেছেন, “গত ২০ অগাস্ট মেয়াদোত্তীর্ণ স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ৩০ অগাস্ট ইউজিসি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তদন্তে গণশুনানিকে বেঠিক গণ্য করে ইউজিসিকে পত্র দিয়েছেন। যেসব শিক্ষকরা এসবের অভিযোগ করেছে, তাদের আপনি (আহ্বায়ক) প্রগতিশীল শিক্ষক সমাজের ‘কথিত’ সদস্য বলে অভিহিত করেছেন। অথচ আহ্বায়কের পদ চিরস্থায়ী না হলেও দলের নিবন্ধিত সদস্যদের পদ স্থায়ী। উপাচার্যের আজ্ঞাদেশে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সাফাই গাইতে গিয়ে আপনার মূর্খতা ও দুর্বৃত্তপনার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।”

অভিযোগকারীদের একজন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, “বর্তমান স্টিয়ারিং কমিটির মেয়াদ শেষ হয়েছে। এ অবস্থায় নতুন নির্বাচনের আয়োজন করতে হবে অথবা সাধারণ সভার মাধ্যমে বর্তমান কমিটিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুমতি নিতে হবে। কিন্তু বর্তমান আহ্বায়ক তা না করে স্টিয়ারিং কমিটিকে নিয়ে অবৈধভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাই আমরা দলীয় গঠনতন্ত্রের আলোকে দ্রুত সাধারণ সভার আয়োজনের দাবি জানিয়েছি।”

এ বিষয়ে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম মজিবুর রহমান বলেন, “করোনার কারণে নির্বাচন হচ্ছে না। তাই দায়িত্ব পালন করতেই হবে। কেননা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আগে পর্যন্ত বর্তমান কমিটি দায়িত্ব পালন করতে পারবে।

তার দাবি, যতগুলো সিদ্ধান্ত হয়েছে, সবই দলীয় পরিচালনার জন্য নির্বাচিত স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত।