খাগড়াছড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2020, 01:36 PM
Updated : 15 Sept 2020, 01:36 PM

মঙ্গলবার গ্রেপ্তার হওয়ার ওই পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আগের দিন ধর্ষণের ঘটনার শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে করানোও হয় মঙ্গলবার।

গ্রেপ্তার নাজমুল হাসান (২৩) দীঘিনালা থানার আওতাধীন ভৈরফা এলাকার অটলটিলা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। কুমিল্লার দেবিদ্বার থানার গোপালনগর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে তিনি।

দীঘিনালা থানার ওসি উত্তম দেবনাথ জানান, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অটলটিলা পুলিশ ক্যাম্পের পাশে ওই ছাত্রীর বাড়ি। দীঘিনালার উপজেলা সদরে এক উচ্চ বিদ্যালয়ের ষ্ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে এ শিশু (১২)।

বিদ্যালয়ে যাওয়া-আসার পথে নাজমুল হাসানের সাথে ওই শিশুর পরিচয় হয়। সেই সুযোগে গত সোমবার বিকালে গহীন বাগানে ওই ছাত্রীর সাথে দেখা করতে যায় কনস্টেবল নাজমুল। সে সময় শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।

এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয় যুবকরা পুলিশ সদস্যকে দৌঁড়ে ধরে ফেলে এবং মারধরের পর অটলটিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে হস্তান্তর করে। ওই রাতেই দীঘিনালা থানায় এজাহার দায়ের করেন শিশুটির বাবা বলে জানায় পুলিশ।