পঞ্চগড়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রামীণ ব্যাংকের এক ব্যবস্থাপককে জেলহাজতে পাঠানো হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2020, 01:11 PM
Updated : 15 Sept 2020, 01:11 PM

তবে ওই ব্যবস্থাপক এ ঘটনাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।

তেঁতুলিয়া থানার ওসি জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার মামলার পর আদালতের নির্দেশে তাকে জেলহাজটে পাঠানো হয়।

আটক রফিকুল ইসলাম (৪০) গ্রামীণ ব্যাংকের তেঁতুলিয়া শাখার ব্যবস্থাপক। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়।

ওসি মামলার নথির বরাতে বলেন, রফিকুল ইসলাম দুই বছর ধরে ওই শাখায় ব্যবস্থাপক হিসেবে চাকরি করছেন। ৩০ বছর বয়সী ওই নারী গ্রামীণ ব্যাংকের ওই শাখার একজন সদস্য। এ সূত্রে পরিচয়ের সুবাদে বাসা ভাড়া নিতে সোমবার সন্ধ্যায় রফিকুল ওই নারীর বাড়িতে যান। এ সময় ওই নারী তার মেয়েকে পাশের দোকানে নাশতা আনতে পাঠান। তাকে একা পেয়ে কুপ্রস্তাব দিয়ে একপর্যায়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন রফিকুল। তবে নারীর চিৎকারে তার স্বামীসহ স্থানীয়রা এসে রফিকুলকে আটক করে পুলিশে দেয়।

অভিযোগ অস্বীকার করেছেন রফিকুল ইসলাম।

তিনি বলেন, “এটা মিথ্যা। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।”