কুড়িগ্রামে ইয়াবাসহ মাইক্রোবাস চালক গ্রেপ্তার

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় র‌্যাব ৬০০ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তর করেছে; যিনি আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের গাড়ি চালাতেন বলে পুলিশ জানিয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2020, 12:47 PM
Updated : 15 Sept 2020, 06:45 PM

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, রফিকুল ইসলাম নামে এই ব্যক্তিকে র‌্যাব সোমবার বিকালে আটক করে পুলিশে দেয়। মামলার পর মঙ্গলবার তাকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

রফিকুল রৌমারী উপজেলার বোয়ালমারী গ্রামের বাবুর উদ্দিনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউর রহমান বলেন, “প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের একটি মাইক্রোবাস চালাতেন রফিকুল। এখন চালান কিনা তা জানি না।

“এখন গাড়িটির দেখভাল করেন মন্ত্রীর চাচাত ভাই আক্তারুজ্জান বাবু। মাক্রোবাসটি প্রায়ই মন্ত্রীর কথা বলে রফিকুল থানায় রেখে যেতেন।”

মঙ্গলবার তাকে কুড়িগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।