সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু

তেলের ট্রেন লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হওয়ার পর সাড়ে তিন ঘণ্টা পর তা আবার চালু হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2020, 06:42 AM
Updated : 15 Sept 2020, 07:29 AM

মঙ্গলবার বেলা ১২টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে সিলেট রেল স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান জানিয়েছেন।  

এর আগে সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর ভাটেরা এলাকায় তেলের ট্যাংকবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

খলিলুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেলের খালি ট্যাংকলরি নিয়ে ট্রেনটি মাইজগাঁও রেলস্টেশনের পর ভাটেরা এলাকায় লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

“সিলেট অভিমুখী ট্রেনগুলো ভোরে যথাসময়ে পৌঁছে গেলেও চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে বেলা সোয়া ১০টায় ছেড়ে যেতে পারেনি।”

পরে কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে বলে তিনি জানান।