সুনামগঞ্জের নবীনগর-ধারাগাঁও সড়কে ভোগান্তি

তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবীনগর-ধারারগাঁও সড়কের বেহাল অবস্থা। খানাখন্দ ও গর্তে ভরা এ রাস্তায় দিয়ে চলাচল করতে চরম দু‌র্ভো‌গ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

মাহমুদুর রহমান তারেক, সুনামগঞ্জ প্র‌তি‌নিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2020, 04:50 AM
Updated : 14 Sept 2020, 08:51 AM

স‌রেজ‌মি‌নে দেখা যায়, সড়কের বরকত চেয়ারম্যানের বা‌ড়ি থে‌কে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত বন্যার পানির চাপে ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরো রাস্তায় খানাখ‌ন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে; কোথাও কোথাও বিটু‌মিন উঠে গেছে।

স্থানীয়দের অভিযোগ, বন্যার দেড় মাস পে‌রি‌য়ে গে‌লেও কর্তৃপক্ষ সড়কটি মেরামতে কোনো উদ্যোগ না নেওয়ায় এখন প্র‌তি‌দিনই দুঘর্টনা ঘটছে।

সদর উপ‌জেলার মঙ্গ‌লকাটা এলাকার আলী হো‌সেন ব‌লেন, “নবীনগর-ধারারগাঁও সড়ক হ‌য়ে আমা‌দের শহ‌রে আস‌তে হয়।কিন্তু সড়‌কটির বেহাল দশা, দেখার কেউ নাই।”

নাম প্রকা‌শে অনিচ্ছুক এক অ‌টোচালক জানালেন, ভাঙা সড়কের জন্য অটোচালকেরা নবীনগর আস‌তে চায় না। এ রাস্তায় ঢুকলে গা‌ড়ির স‌ঙ্গে শরী‌রের নাটবল্টুও ন‌ড়ে।

ধারারগাঁও এলাকার রাজন মাহবুব ব‌লেন, “সড়‌কের অ‌নেক জায়গায় চালকরা নিজেদের উদ্যোগে যান চলাচ‌ল স্বাভা‌বিক রাখার জন্য ইট-সুড়কি ফে‌লে‌ছেন। কিন্তু ভাঙা সড়‌কে আমা‌দের ঝুঁ‌কি নি‌য়ে চলাচল কর‌তে হয়; এতে প্রায়ই দুর্ঘটনা ঘট‌ছে।”

নবীনগর এলাকায় লেহীন চৌধুরী শুভ ব‌লেন, “ভাঙা রাস্তায় চলাচলে চরম দর্ভোগ পোহাতে হচ্ছে। দু‌র্ভোগ লাগ‌বে দ্রুত সড়ক সংস্কা‌রে বিকল্প নেই।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সুনামগঞ্জ পৌরসভার প্যা‌নেল মেয়র হো‌সেন আহমদ রা‌সেল ব‌লেন, “বন্যায় ক্ষ‌তিগ্রস্থ শহ‌রের সব সড়কের সংস্কার কাজ দ্রুতই শুরু হ‌বে। দরপত্রের প্র‌ক্রিয়া শেষ হ‌য়ে গে‌ছে; কাজ শেষ হ‌লে দু‌র্ভোগ ক‌মে যা‌বে।“

‌পৌরসভার নির্বাহী প্র‌কৌশ‌লী মোশারফ হো‌সেন ব‌লেন, “এবা‌রের তিন দফা বন্যায় পৌরসভার ৬৩ কি‌লো‌মিটার সড়‌কের ম‌ধ্যে ২০ কি‌লো‌মিটার ক্ষ‌তিগ্রস্থ হয়েছে। টাকা অং‌কে ক্ষ‌তির প‌রিমাণ প্রায় ২০ কো‌টি টাকা।“