জাল এনআইডি দিয়ে জমি হাতানো চক্রের হোতা গ্রেপ্তার

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে শত কোটি টাকার জমি হাতিয়ে নেওয়া চক্রের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2020, 08:06 PM
Updated : 13 Sept 2020, 08:06 PM

রোববার সন্ধ্যা ৭টায় শহরের এনএস রোড থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মহিবুল ইসলাম (৪০) কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকার হার্ডওয়ার ব্যবসায়ী মোহাম্মদ আলীর ছেলে।

ঘটনা নিশ্চিত করে কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে নিজেরাই ক্রেতা-বিক্রেতা সেজে রেজিস্ট্রেশন দলিলের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়ায় অন্যের জায়গা-জমি দখল করে আসছিল।

এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর শহরের এনএস রোডের বাসিন্দা এমএমএ ওয়াদুদ এ প্রতারক চক্রের ১৮ সদস্যের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

এজাহারে মামলার বাদীর অভিযোগ, সংঘবদ্ধ প্রতারক চক্রটি ক্রেতা-বিক্রেতা সেজে কুষ্টিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল সম্পাদন এবং হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে বাদীর প্রায় ১০০ কোটি টাকা মূল্যের বাড়িসহ ভূ-সম্পত্তি দখলের চেষ্টা করে বলে জানান তিনি।

গত ৯ সেপ্টেম্বর এ মামলার এজাহারভুক্ত আসামি কুষ্টিয়া শহর যুবলীগের সদ্য স্থগিত কমিটির সভাপতি আশরাফুজ্জামান সুজনকেসহ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার সন্ধ্যায় গ্রেপ্তার মহিবুল ইসলাম এ চক্রের প্রধান টাকা বিনিয়োগকারী হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানান পুলিশ সুপার।