রাতে ফেরি বন্ধ শিমুলিয়ায়, দিনে চলছে সীমিত পরিসরে

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে রাতে ফেরি চলাচল বন্ধ রেখে দিনে সীমিত পরিসরে চালানো হচ্ছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2020, 08:50 AM
Updated : 13 Sept 2020, 08:50 AM

বিআইডব্লিউটিসির মিশুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, “প্রচণ্ড স্রোত আর নাব্যসংকটের কারণে রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আর দিনে পাঁচটি ফেরি দিয়ে গাড়ি পার করা হচ্ছে।”

তিনি বলেন, শনিবার রাতেও ফেরি বন্ধ ছিল। রোববার সকাল ৬টা থেকে আবার চলাচল শুরু হয়েছে। সেই সঙ্গে পলি অপসারণ করতে ড্রেজিংও চলছে। কিন্তু এখনও ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।”

তিনি বলেন, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে চলার জন্য ১৭টি ফেরি থাকলেও চারটি ফেরি অন্যত্র পাঠানো হয়েছে। এখন পাঁচটি চলছে। আর আটটি ফেরি ঘাটে অলস দাঁড়িয়ে আছে।

ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় ঘাটে শতাধিক গাড়িকে পারের অপেক্ষায় থাকতে হচ্ছে বলে তিনি জানান।

নাব্য সংকটে এবং স্রোতে কয়েক মাস ধরে এই নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। গত ৩ সেপ্টেম্বর ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তার আট দিন পর ১১ সেপ্টম্বর আবার ফেরি চলাচল শুরু হলেও স্বাভাবিক হয়নি।