ঝিনাইদহে বিনা অপরাধে গ্রেপ্তার করে এএসআই বরখাস্ত

ঝিনাইদহে এক ব্যক্তিকে বিনা অপরাধে গ্রেপ্তারের অভিযোগে এক এএসআই সাময়িক বরখাস্ত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2020, 10:56 AM
Updated : 12 Sept 2020, 10:56 AM

রামপ্রসাদ নামে এই এএসআই ঝিনাইদহ  ডাকবাংলা পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন বলে জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান।

তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর বিকালে এএসআই রামপ্রসাদ ডাকবাংলা বাজারে এক মাদকসেবীকে গ্রেপ্তার অভিযানে যান। কিন্তু মাদকসেবীকে গ্রেপ্তার করতে পারেননি। সে সময় সেখানে এক বোতল ফেনসিডিল পড়ে থাকেতে দেখেন তিনি। তার পাশে দাঁড়িয়ে থাকা এক কীটনাশক বিক্রেতাকে ধরে ফাঁড়িতে নিয়ে যান এএসআই রামপ্রসাদ।

পুলিশ সুপার বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে মুচলেকা নিয়ে এক ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় ওই ব্যক্তিকে ছেড়ে দেন এএসআই রামপ্রসাদ। বিষয়টি নজরে এলে বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনাটি একটি কমিটি তদন্ত করছে।

বিষয়টি শনিবার ঝিনাইদহ শহরের এক চায়ের দোকানে পুলিশ সদস্যদের আলোচনার সময় স্থানীয় সাংবাদিকরা জানতে পারেন।