দিনাজপুরের ঘোড়াঘাট থানায় নতুন ওসি

বাসায় ঢুকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে সরিয়ে দেওয়ার পর নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2020, 04:45 AM
Updated : 12 Sept 2020, 04:53 AM

সেখানে নতুন ওসির দায়িত্ব পেয়েছেন রংপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আজিম উদ্দিন।

আজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি শুক্রবার রাতেই ওসি আমিরুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।

এর আগে একই দিন ওসি আমিরুলকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানো হয়। ২০১৭ সালের ১০ অক্টোবর থেকে আমিরুল ওই থানায় দায়িত্ব পালন করে আসছিলেন।

গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসের বাসভবনের ভেন্টিলেটর দিয়ে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা চালানো হয়।

হাতুড়ির আঘাতে গুরুতর আহত ইউএনও ওয়াহিদা এখন ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় ঘোড়াঘাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ওয়াহিদার ভাই শেখ ফরিদ; সেখানে আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

তবে দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন আমিরুলের প্রত্যাহারের কারণ দায়িত্বে অবহেলার কথা অস্বীকার করে বলেন, “এটা আমাদের রুটিন ওয়ার্ক। তার এখানে দায়িত্ব পালনে তিন বছর হয়ে গেছে।”