নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নড়াইলের দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2020, 05:48 PM
Updated : 11 Sept 2020, 05:48 PM

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় এ হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শেখ জহিরুল ইসলাম রেজোয়ান (২৬) উপজেলার কুমড়ি গ্রামের সাইফুল শেখের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক শিমুল ফকির দিঘলিয়া গ্রামের ঝড়ু ফকিরের ছেলে।

লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার খালিদ সাইফুল্লাহ বিল্লাল জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছি।

“রেজওয়ানের বাম পা এবং বাম হাতের হাড় বিচ্ছিন্ন হয়ে গেছে।”

নিহতের ভাই রানা শেখ জানান, রেজোয়ান দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় মুকুলের চায়ের দোকান থেকে বের হয়ে পাশের ঝড়ু ফকিরের বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় কয়েক জন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে তার ভাইকে কুপিয়ে পালিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে চিকিৎসক তাকে তৎক্ষণাৎ নড়াইল সদর হাসপাতালে পাঠান।

নড়াইল সদর হাসপাতালে জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান রানা।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, “এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ জহিরুল ইসলাম রেজোয়ানের সাথে একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

“এ বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ”

এছাড়াও আর কোনো বিষয় আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ওনি জানান, ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে দিঘলিয়া গ্রামের ঝড়– ফকিরের ছেলে শিমুল ফকিরকে আটক করা হয়েছে।

এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।