শিমুলিয়ায় ৮ দিন পর আবার ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে আট দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2020, 12:25 PM
Updated : 11 Sept 2020, 01:12 PM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকাল ৪টা ২৫ মিনিটে পরীক্ষামূলকভাবে শিমুলিয়া থেকে তিনটি ফেরি ছেড়ে গেছে।

নাব্য সংকটে এবং স্রোতে কয়েক মাস ধরে এই নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। মাঝে মাঝে অল্প কয়েকটা ফেরি দিয়ে গাড়ি পার করা হচ্ছিল। গত ৩ সেপ্টেম্বর ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা শফিকুল জানান, বিকালে শিমুলিয়া ঘাট থেকে ফেরি ক্যামেলিয়া, কাকলি ও রোরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।  এতে স্বস্তি ফিরেছে ঘাট এলাকায় অবস্থানরত যাত্রী ও যান চালকদের মনে।