গাজীপুরে কারখানায় তরল লোহা ছিটে ৫ শ্রমিক দগ্ধ

গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলস নামে একটি কারখানায় তপ্ত তরল লোহা ছিটকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2020, 11:13 AM
Updated : 11 Sept 2020, 11:27 AM

টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদ হোসেন জানান, শুক্রবার ভোর ৪টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় কারখানায় কাজ করার সময় তারা দগ্ধ হন।

তারা হলেন- ওই কারখানার মোজাম্মেল হক (২২), দুলাল (২৫), নিলয় (২৫), রিপন (৩০) ও মো. আজাহার (২৬)।

তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি এমদাদ বলেন, ভোরে কারখানায় কাজ করার সময় বয়লারে গালানোর সময় তপ্ত তরল লোহা ও স্ফুলিঙ্গ ছিটে পড়ে। এতে পাঁচ শ্রমিক দগ্ধ হন। সহকর্মীরা তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, সকাল ৬টার দিকে পাঁচ শ্রমিককে তাদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মোজাম্মেল ও  দুলালের শরীরের ৯০ শতাংশ, নিলয় ও রিপনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। আর মো. আজাহার সামান্য দ্বগ্ধ হয়েছেন।

আজহার প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বলে তিনি জানান।