নেত্রকোণায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১২

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গোমাই নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ পাওয়া গেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2020, 10:01 AM
Updated : 11 Sept 2020, 10:50 AM

কলমাকান্দা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টা ও পৌনে ১টার দিকে সুনামগঞ্জের হাওরে তাদের লাশ মেলে।

তারা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কামাউড়া গ্রামের রতন মিয়া (৩৫) ও মনিরা নামে সাত বছরের এক শিশু।

এই নিয়ে এ ঘটনায় মোট ১২ জনের লাশ মিলল।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোণার কলমাকান্দা উপেজেলার বরখাপন ইউনিয়নের রাজনগর গ্রামে ট্রলার ও ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। সে সময় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি মাজহারুল বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর হাওর থেকে রতন মিয়ার মরদেহ আর বেলা পৌনে ১টার দিকে ধর্মপাশার হলদি বিল থেকে মনিরার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আর মাহমুদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোণার ডিসি কাজী আব্দুর রহমান।

এ ট্রলার ডুবিতে নিহত লুৎফুন্নাহার নামে এক নারীর স্বামী আব্দুল ওয়াহাব বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে কলমাকান্দা থানায় ছয়জনকে আসামি করে মামলা করেছেন।

সেই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে দুর্ঘটনা সংগঠনের মাধ্যমে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে।