ঝালকাঠিতে লাশকাটা ঘরে চুরি

ঝালকাঠি সদর হাসপালের লাশকাটা ঘর থেকে ছুরি-কুড়ালসহ সব সরঞ্জাম চুরি হয়ে গেছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2020, 09:16 AM
Updated : 11 Sept 2020, 09:16 AM

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুয়াল হাসান জানান, শুক্রবার সকালে লাশকাটা ঘরের দায়িত্বরত ডোম কাজ করতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন।

ওই ঘরের দায়িত্বে রয়েছেন পলক কুমার।

পলক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দেড় মাস পরে আজ লাশকাটা ঘরে যাই আমি। সকালে একটি মরদেহ এসেছে ময়নাতদন্তের জন্য। কিন্তু ভেতরে ঢুকে দেখি একটা দরজা ভাঙা। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওজন পরিমাপের মেশিন, ছুরি ও কুড়ালসহ সব সরঞ্জামই চুরি হয়ে গেছে।”

লাশকাটার ওই ঘরটি রয়েছে ঝালকাঠি শহরতলির ব্র্যাক মোড়ে। সেখানে সচরাচর কেউ যায় না। সেখানে চুরির ঘটনায় লোকজন বিস্ময় প্রকাশ করেছে।

চিকিৎসক আবুয়াল হাসান বলেন, “লাশকাটা ঘরে চুরির ঘটনা বিস্ময়কর। এখানে ভয়ে সাধারণ মানুষ ঢোকে না। সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক।

“ময়নাতদন্তের জন্য সকালে একটি মরদেহ আনা হয়েছে। সরঞ্জাম চুরি হওয়ায় কাজ করতে এখন হিমশিম খেতে হচ্ছে।”

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আবুয়াল হাসান।