বরিশালে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুতে মামলা

বরিশালের উজিরপুর উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2020, 01:42 PM
Updated : 10 Sept 2020, 01:42 PM

বৃহস্পতিবার দুপুরে উজিরপুর থানায় মামলাটি করেন নিহতদের আত্মীয় মো. সুমন।

মামলায় কভার্ডভ্যানের অজ্ঞাত চালককে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি জিয়াউল আহসান।

তিনি জানান, বুধবার বিকালে দুর্ঘটনার পরপরই কভার্ডভ্যানের চালক পালিয়ে যান। তার পরিচয় নিশ্চিতের পাশাপাশি তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

গত বুধবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের জয়শ্রী এলাকায় ঝালকাঠীগামী অ্যাম্বুলেন্সের সাথে বিপরীতমুখী কভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। একই সময় কভার্ড ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ অ্যাম্বুলেন্সের ছয় আরোহী নিহত হন।

নিহতরা হলেন, ঝালকাঠীর বাউকাঠি গ্রামের কহিনুর বেগম (৬৫), তার তিন সন্তান আরিফ হোসেন (৩৫), তারেক হোসেন (২৮), শিউলি বেগম (৩০), আরিফ হোসেনের শ্যালক নজরুল ইসলাম (৩৫) এবং ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা অ্যাম্বুলেন্স চালক আলমগীর হোসেন।