মাদারীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2020, 01:10 PM
Updated : 10 Sept 2020, 01:10 PM

রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, টেকেরহাট বন্দর আবাসিক এলাকায় লাভলি বেগম (২৩) নামে এই গৃহবধূ মারা যান। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লাভলি রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকার আজাদ সরদারের স্ত্রী। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের হাসু মোল্লার মেয়ে তিনি।

লাভলির ভাই রাসেল মিয়ার অভিযোগ, তার বোনকে তার শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে। তিনি এর বিচার চেয়েছেন।

তবে গৃহবধূর শ্বশুর মজিবর সরদার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “লাভলি তার সৌদি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় কথাকাটাকাটি হয়। পরে লাভলি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে।

“খবর পেয়ে আমি তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।”

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি শেখ সাদী।