ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগে এসআইকে প্রত্যাহার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে মারধরের অভিযোগে এক এসআইকে পুলিশ লাইন্সে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ঝিনাইদহ  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2020, 12:44 PM
Updated : 10 Sept 2020, 12:44 PM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাইদ জানান, শৈলকুপা থানার এসআই শাখাওয়াতের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়ার পরপরই তাকে পুলিশ লাইন্সে ফিরিয়ে নেওয়া হয়।

উপজেলার সারুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন অভিযোগ করেন, তার ইউনিয়নের পুরাতন বাখবা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে শত্রুতা চলছে। এর জেরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।

“তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবাররাত সাড়ে ১১টার দিকে সেখানে আমি তাদের দেখতে যাই। এ সময় সেখানের পুলিশ উপস্থিত ছিল। শৈলকুপা থানার এসআই শাখাওয়াৎ আমাকে দেখে এগিয়ে আসেন এবং ঘুসি মেরে ফেলে দেন। উঠে দাঁড়ালে ফের ঘুসি মেরে ফেলে দেন এবং লাথি মারেন।”

অভিযোগ তদন্ত করে এসআই শাখাওয়াতের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আনোয়ার সাইদ।